২০৩১

অভিযুক্তা স্ত্রী তাহার স্বামীর মিথ্যা অভিযোগে চারবার শপথের মাধ্যমে নিজের পাপ-শূন্যতা প্রতিপাদন করিলে এবং যদি স্বামীর অভিযোগ সত্য হইয়া থাকে, তাহা হইলে পঞ্চম শপথ তাহার নিজের উপর আল্লাহ্‌তা’লার অভিশাপের কসম উচ্চারণ করিলে কোন শাস্তি স্ত্রীর উপর বর্তাইবে না এবং স্বামীও স্ত্রীকে অভিযুক্ত করার দায়ে শাস্তি-যোগ্য থাকিবে না। কিন্তু এহেন গুরুতর ফাটল ধরার পর এই দম্পতি স্বামী-স্ত্রীরূপে বাস করিতে বিরত থাকিবে, কারণ এমতাবস্থায় তাহাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্বাবস্থায় ফিরাইয়া আনার জন্য কোন সম্ভাবনা বাকী থাকিবে না।