সর্বনাম ‘উহা’ শব্দটি ব্যভিচার করার প্রতি ইংগিত করিতেছে। ইসলাম ধর্ম সকল সামাজিক হীন পাপকর্মের অন্যতম পাপ ব্যভিচারকে নিকৃষ্টতম হিসাবে গণ্য করে এবং সমাজ জীবনে মানুষের মধ্যে এই ব্যাধি বিস্তারের সমস্ত প্রধান পথসমূহ রুদ্ধ করিতে চাহে এবং ইহাকে কঠোর শাস্তি প্রদান করে এবং দোষীপক্ষগুলিকে সমাজে পতিত-অস্পৃশ্য বলিয়া নিন্দা করে। পূর্ববর্তী আয়াতে ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ের জন্য শাস্তির অংশ ভাগ করিয়া দেওয়া হইয়াছে, এবং বর্তমান আয়াত তাহাদিগকে সামাজিক কুষ্ঠরোগীরূপে চিহ্নিত করিয়াছে, যাহাদের সহিত সকল সামাজিক সম্পর্ক পরিহার করা উচিৎ।