২০২০

আরবী ‘সাখ্‌খারাহু’ শব্দের অর্থ সে অনিচ্ছাকৃতভাবে অথবা বিনিময় ছাড়াই কিছু করিতে বাধ্য হইয়াছিল (লেইন)। অতএব তফসীরাধীন আয়াতের এই অর্থও হয় যে, মো’মেনগণ দরিদ্র এবং দুর্বল হওয়ার কারণে কাফেরগণ তাহাদিগকে তাহাদের ইচ্ছার বিরুদ্ধ কাজে লাগাইত, তাহাদিগকে শোষণ করিত এবং তাহাদের কৃত-কর্মের জন্য কোন পারিশ্রমিক বা ক্ষতি পূরণ না দিয়া বাধ্যতামূলকভাবে তাহাদের নিকট হইতে জোরপূর্বক কাজ আদায় করিত।