২০১২

তফসীরাধীন আয়াত জাতির উত্থান-পতনের ব্যাপারটি পরোক্ষভাবে উল্লেখ করিয়াছে। এক সময় কোন জাতি ক্ষমতা অর্জন করে এবং অগ্রগতি ও উন্নতির সূর্য তাহাদের উপরে দীপ্তিমান বলিয়া প্রতিভাত হয়। আবার অন্য এক সময়ে তাহাদের দুষ্কর্মের ফলে অধঃপতন ও ধ্বংস তাহাদিগকে অতর্কিতে পাকড়াও করে।