এই আয়াতগুলির মর্ম এইরূপও হইতে পারে যে, কুরআনের শিক্ষা জ্ঞান-ভিত্তিক এবং সর্বপ্রকার অবস্থা ও পরিস্থিতিতে যথার্থ এবং বিভিন্ন স্বভাব ও প্রকৃতির লোকের জন্য যথা যোগ্য। তদুপরি জ্ঞান, নিরপেক্ষতা ও ন্যায়বিচারের সহিত সংগতি-পূর্ণ। ইহাই ‘ইয়ানতিকু বিল হাক্’ অর্থাৎ ‘যাহা সত্য কথা বলে’ উক্তির মর্মার্থ।