১৯৯৮

কোন জাতি বা মানব-গোষ্ঠী তাহাদের জন্য নির্ধারিত নিয়মকে ব্যর্থ করিতে পারে না এবং প্রেরিত নবীগণকে প্রত্যাখান করিলে কখনও শাস্তি হইতে রেহাই পায় না। তবে অবিশ্বাসীদিগের উপর শাস্তি প্রয়োগের সময় ও প্রকৃতি আল্লাহ্‌তা’লাই নির্ধারণ করিয়া থাকেন।