‘ইবরাহ্’ (শিক্ষণীয় বিষয়) অর্থ যখন কেহ অজ্ঞতা হইতে জ্ঞানে পৌঁছে(লেইন)। শব্দটি ইন্দ্রিয়ের অগোচরে ঘটিত প্রক্রিয়ার প্রতি পরোক্ষভাবে অর্থবহ এবং এস্থলে গৃহপালিত পশুর পেটের মধ্যে সংঘটিত প্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে। উহাদের ভক্ষিত ঘাস-পাতাকে সুস্বাদু দুগ্ধে পরিণত করার প্রক্রিয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করিয়া একজন মানুষ আল্লাহ্তা’লার মহান শক্তি সম্পর্কে এবং ঐশী নিয়মের ক্রিয়াশীলতার সূক্ষ্ম তত্ত্ব সম্পর্কে উপলব্ধি করার অন্তর্দৃষ্টি লাভ করে।