১৯৭৬

। জিহাদ দুই প্রকারঃ (ক) জিহাদ অর্থাৎ আপন কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এবং (খ) সত্যের বিরোধী শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করা যাহার মধ্যে আত্মরক্ষার জন্য যুদ্ধ করাও অন্তর্ভুক্ত রহিয়াছে। প্রথম শ্রেণীর জিহাদকে ‘আল্‌ জিহাদ ফিল্লাহ্’ আল্লাহ্‌র সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য জিহাদ এবং শেষোক্ত শ্রেণীর জিহাদকে ‘আল্ জিহাদ ফি সাবীলিল্লাহ্’ আল্লাহ্‌র পথে জিহাদ বলা যাইতে পারে। নবী করীম (সাঃ) প্রথমোক্ত জিহাদকে সবার্ধিক বড় জিহাদ এবং শেষোক্ত জিহাদকে সর্বাধিক ছোট জিহাদ বলিয়া আখ্যায়িত করিয়াছেন।