১৯৭১

জীবন এবং মৃত্যুর বিস্ময়কর ব্যাপার যুগপৎভাবে সক্রিয় রহিয়াছে। প্রত্যেক মৃত্যুকে এক নুতন জীবন অনুসরণ করে এবং প্রত্যেক মৃত্যু নিয়া আসে এক নবজীবনের আশা। বদর এবং উহুদ ইত্যাদি যুদ্ধক্ষেত্রে কিছু সংখ্যক মুসলমানের মৃত্যু আরবের সর্বত্র আধ্যাত্মিক পুনর্জীবনের সঞ্চার করিয়াছিল।