১৯৬৯

‘নাহারুন’ (দিবস) শব্দ এই আয়াতের মধ্যে ক্ষমতা ও উন্নতি বুঝায় এবং ‘লায়ল’ (রাত্রি) শব্দ অধোগতি ও অধঃপতনের মধ্যে জাতির শক্তিহীনতার অর্থ প্রকাশক। আয়াতের এই আলংকারিক ব্যবহার দ্বারা পূর্ববর্তী আয়াতে উল্লিখিত ঘটনা প্রবাহের প্রতি নির্দেশ করিতেছে যে, দীর্ঘ দুঃখের রজনী ও নির্যাতন যাহার মধ্য দিয়া মুসলমানগণ এক সুদীর্ঘকাল অতিবাহিত করিতে বাধ্য হইয়াছিল, উহার যবনিকাপাত হইতে চলিয়াছে এবং তাহাদের গৌরবময় ক্ষমতার দিনগুলির প্রভাত আসন্ন প্রায়।