পূর্ববর্তী আয়াতে উল্লিখিত ভূমিকম্পের ‘দিবস’ বা ‘সময়’-এর সীমাহীন ভয়ানক দুঃসহ দুঃখ-দুর্দশা প্রকাশার্থে তিন প্রকার উপমা বা অলংকার এই আয়াতে ব্যবহার করা হইয়াছেঃ (এক) মায়ের নিকট তাহার স্তন্যপায়ী সন্তান অপেক্ষা অধিকতর প্রিয় আর কিছুই হইতে পারে না, (দুই) অধিকতর আতংক ইহা হইতে আর হইতে পারে না যাহার ভয়াবহতার ফলে নারীর গর্ভপাত হইয়া যায় এবং (তিন) যাহার আতংক মানুষকে মাতালপ্রায় করিয়া ফেলে। এই আয়াত বর্ণনা করে যে, আতংকের ভয়াবহ ঘটনাসমূহের আকস্মিকতা ও তীব্রতা এমন হইবে যে, মা স্তন্যপায়ী বুকের শিশুকে ত্যাগ করিবে এবং গর্ভবতী নারীরা গর্ভপাত করিয়া দিবে এবং লোকেরা আকস্মিক ভয়ে উন্মাদ হইয়া যাইবে এবং মদোন্মত্ত লোকের মত তাহাদের নিজের কর্মের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাইয়া ফেলিবে।