ইহা এবং পরবর্তী আয়াত ইহাই প্রতিপন্ন করে যে, আল্লাহ্র সৎ ও ন্যায়পরায়ণ বান্দাগণকে জাহান্নাম হইতে অনেক দূরে রাখা হইবে, এমনকি উহার ক্ষীণতম আওয়াজও তাহাদের কানে যাইবে না, উহাতে প্রবেশ করা তো দূরের কথা (যাহা ১৯ঃ৭২ আয়াত হইতে সাধারণতঃ ভুল বুঝা হইয়া থাকে)।