‘খুলিকাল্ ইনসানু মিন আজাল’ অর্থ, ‘মানুষকে তাড়াহুড়ার স্বভাব দিয়া সৃষ্টি করা হইয়াছে’ উক্তির মর্ম এই যে, চঞ্চলতা মানব-সত্তার এক অংশ এবং ইহা তাহার চরিত্রের এত লক্ষ্যণীয় বৈশিষ্ট্য যে,বলা যায়,তাহাকে ঠিক যেন অস্থিরতা হইতেই পয়দা করা হইয়াছে। অর্থাৎ সে প্রকৃতিগতভাবেই তাড়াহুড়া প্রিয়। কাহারো চরিত্রের স্বাভাবিক অবস্থা প্রকাশার্থে আরববাসীরা বলিয়া থাকে ‘খুলিকা মিনহু’ অর্থাৎ সে ব্যক্তিকে উহা (সেই প্রকৃতির) দ্বারা সৃষ্টি করা হইয়াছে। একইরূপ প্রকাশ ভঙ্গি কুরআন শরীফের অন্যত্র ব্যবহার হইয়াছে (৭ঃ১৩,৩০ঃ৫৫)।