সৃষ্টি করা অথবা মৃতকে জীবন দান করা কেবল মাত্র আল্লাহ্তা’লার অনন্য গুণ এবং বিশেষ অধিকার। ঈসা (আঃ) বা অন্য কোন ব্যক্তি-সত্তা আল্লাহ্র এই গুণের অংশীদার হইতে পারে না। এই গুণের প্রতি ইংগিত করার উদ্দেশ্য হইতেছে বিশেষভাবে যীশুর খোদায়ী-ঈশ্বরত্বকে চুরমার করিয়া দেওয়া। এই আয়াতসমূহের বিষয়-বস্তু ইহাই।