১৮৭৫

যে সব জাতির উপরে ঐশী-আযাব নামিয়া আসে তাহাদের এক স্পষ্ট চিত্র এই আয়াতে বর্ণনা করা হইয়াছে। তাহারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং তাহাদের সকল উচ্চাকাঙ্খা এবং ব্যাকুল বাসনা নির্বাপিত হয়। বাঁচিবার ইচ্ছা শক্তি পর্যন্ত তাহাদের মধ্যে বিনাশ হইয়া যায়। ভবিষ্যৎ সম্পর্কে তাহারা হতাশাগ্রস্ত হয় এবং তাহাদের সকল উদ্যম হারাইয়া বসে। এইরূপে সেই জাতি মৃত ও বিলুপ্ত হইয়া যায়।