১৮৬৯

প্রকৃতিগতভাবে প্রত্যেক নবীর বার্তাই এক নূতন বাণী, কিন্তু বিষয়বস্তুর মর্ম এক ও অভিন্ন। কুরআন শরীফে নবী করীম (সাঃ)-কে এইভাবে তুলিয়া ধরা হইয়াছে যে, তিনি নিজের সম্বন্ধে বলিয়াছেন, ‘আমি কোন অভিনব রসূল নহি (৪৬ঃ১০)।