১৮৬২

এই আয়াত প্রতিপন্ন করে যে,আদম (আঃ)-কর্তৃক হুকুম পালন না করা অনিচ্ছাকৃত এবং আকস্মিক ছিল, কারণ কোন ইচ্ছাকৃত অবাধ্যতাপূর্ণ কর্ম আল্লাহ্‌তা’লার বিশেষ পুরস্কারে ভূষিত ও সম্মানিত মানুষের দ্বারা কখনও সম্পাদিত হইতে পারে না।