‘(আমাকে) স্পর্শ করিও না’ এই উক্তির মর্ম হইতে পারেঃ (ক) ইসরাঈলীদিগকে গো-বৎসের উপাসনা করিতে বিভ্রান্ত করিবার জন্য সামিরীয়কে সক্রিয়ভাবে সামাজিক বয়কট বা একঘরে করার কঠোর শাস্তি দেওয়া হইয়াছিল, (খ) ছোঁয়াচে চর্মরোগে আক্রান্ত হইয়া নিদারুন দুর্দশাগ্রস্ত হইয়াছিল, যে কারণে লোকেরা তাহার সংস্পর্শ এড়াইয়া চলিত, (গ) সে অমূলক আতঙ্কগ্রস্ত স্নায়বিক রোগ বিশেষে ভুগিয়াছিল, ইহার ফলে সে মানুষের সঙ্গ পরিত্যাগ করিয়াছিল।