১৮৩৭

মৃত্যু মানুষকে যন্ত্রণা হইতে রক্ষা করে। অতএব পাপীরা নরকে মরিবে না এবং উহার যন্ত্রণা ভোগ করিতে থাকিবে। না তাহারা উহাতে মরিবে না বাঁচিবে। কারণ প্রকৃত জীবনের আনন্দ আল্লাহ্‌র সঙ্গে ভালবাসার মধ্যে নিহিত এবং পাপীগণ উহা হইতে বঞ্চিত। অথবা আয়াতের মর্ম ইহাও হইতে পারে যে, পাপীগণ সকল প্রকার আরাম ও আনন্দ হইতে সম্পূর্ণ বঞ্চিত হইবে এবং এরূপ অবস্থাকেই এখানে মৃত্যু হইতে নিকৃষ্ট বলিয়া বর্ণনা করা হইয়াছে।