এখানে হযরত মূসা (আঃ) এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মধ্যে এক কৌতুহলোদ্দীপক সাদৃশ্য দেখা যায়। হযরত মূসা (আঃ) এবং যাদুকরদিগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা (যাহাতে তাহাদিগকে সম্পূর্ণ এবং চূড়ান্ত পরাজয় বহন করিতে হইয়াছিল) সংঘটিত হইয়াছিল পূর্বাহ্ন বেলায় অর্থাৎ যোহরের সময়ে। নবী করীম (সাঃ) বিজয়ীবেশে মক্কায় প্রবেশ করিয়াছিলেন অনুরূপ যোহরের সময় যখন আরবে কুফরী ও প্রতিমা পূজার শেষ ও চূড়ান্ত পরাজয় চিহ্নিত হইয়াছিল।