‘তা’ এবং ‘হা’ এই দুইয়ের সংযোজন তাহা। ইহা আরবের ‘আক্ক্’ গোত্রের আঞ্চলিক বচন, ইহার অর্থ ‘হে আমার প্রিয়’ অথবা ‘হে কামেল বা পূর্ণ মানব।’ কাশ্শাফ প্রণেতা ইহার অর্থ করিয়াছেন, ‘হে তুমি।’ অন্য কাহারো কাহারো মতে ইহার অর্থ, ‘তুমি শান্তি-প্রাপ্ত হও’ (বায়ান এবং লিসান)। উক্ত বচন এই বাস্তব বিষয়ের প্রতি অঙ্গুলী নির্দেশ করে যে, পবিত্র নবী হযরত মুহাম্মদ (সাঃ) পরিপূর্ণরূপে সকল মৌলিক, মানসিক শক্তি, বৈশিষ্ট্য ও চরিত্রগত সহজাত গুণাবলী দ্বারা ভূষিত ছিলেন, যাহা একজন মানুষের পরিপূর্ণ নৈতিক গুণের উচ্চ অবয়ব গঠনে অবদান রাখে। আঁ-হযরত (সাঃ) নিঃসন্দেহে, একজন পূর্ণ বা কামেল মানব ছিলেন,প্রকৃত অর্থে আদর্শ মানুষের এক পূর্ণ নমুনা ছিলেন। টিকা ২৩৪৩ ও ৩০৯১ তে বিস্তারিত দেখুন।