১৭৯৮

‘এবং সে যাহা বলিতেছে আমরা উহার উত্তরাধিকারী হইব এবং সে আমাদের নিকট একাকীই আসিবে’ এই উক্তিটির অর্থ ইহাও হইতে পারেঃ তাহার সন্তান ও ধন-সম্পত্তি সবই পিছনে ফেলিয়া আসিতে হইবে, (ক) আমরা তাহার ঔদ্ধত্যপূর্ণ কথাগুলি সংরক্ষিত করিয়া রাখিব এবং ইহা তাহাকে স্মরণ করাইব যখন সে আমাদের সমীপে আসিবে এবং এই জন্য তাহাকে শাস্তি প্রদান করিব, এবং (খ) তাহার উত্তরাধিকারীগণ ইসলামের পতাকাতলে প্রবেশ করিবে এবং তাহার সমস্ত ধন ও সম্পদের সম্ভাবনা আমাদের অর্থাৎ ইসলামের জন্য ব্যবহার করা হইবে।