১৭৯১

‘সুম্মা’ (অর্থঃ তখন, অর্থাৎ, তৎপর) শব্দ একটি অব্যয় বা সংযোগমূলক অব্যয় বিন্যাস এবং বিলম্ব বুঝাইবার জন্য ব্যবহৃত হয়, কার্যকর ক্ষমতাসম্পন্ন আদেশের জন্য নহে। ইহার অর্থ ‘এবং’, ‘সুতরাং’ ও হইয়া থাকে (লেইন)।