১৭৭৯

‘জা’য়াল্‌না লাহুম লিসানা সিদ্‌কীন আলিয়া’ (অর্থ, আমরা তাহাদিগকে সমুন্নত চিরস্থায়ী যশ প্রদান করিয়াছিলাম) -এর মর্মঃ (১) তাহারা যথেষ্ট খ্যাতি বা সুনাম অর্জন করিয়াছিল এবং তাহাদিগকে তাহাদের সমসাময়িক এবং ভাবী বংশধরেরা শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসার সহিত স্মরণ করিত, (২) তাহাদের কথাবার্তা বুদ্ধিমত্তা ও জ্ঞানপূর্ণ ছিল এবং তিক্ততা, অশ্লীলতা, মিথ্যা ও ঘৃণামুক্ত ছিল, (৩) তাহারা নিজেদের বিশ্বাস প্রকাশে নির্ভীক ছিল, মিথ্যাবাদী এবং অবিশ্বাসীদিগের উপর কঠোর ছিল; (৫) তাহাদের প্রতিষ্ঠিত ভাল কর্মগুলির সুনাম বা সুখ্যাতি বহু স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভরাপে টিকিয়াছিল।