১৭৭১

এই আয়াতের মর্ম এই বুঝায় যে, শেষবিচারের দিনে অবিশ্বাসীদিগের দৃষ্টি-শক্তি এবং শ্রবণ-শক্তি অত্যধিক তীক্ষ ও প্রখর হইবে। কারণ সেইদিন তাহাদের চোখের এবং কানের আবরণ তুলিয়া নেওয়া হইবে এবং তাহারা বুঝিতে পারিবে যে, তাহারা ভুলের মধ্যে ছিল, কিন্তু এই উপলব্ধি অতি বিলম্বে হওয়ার কারণে তাহাদের কোন উপকারে আসিবে না।