খৃষ্টানগণের বিশ্বাস ঈসা (আঃ) আল্লাহ্র পুত্র ছিলেন। তাহাদের এই বিশ্বাসের ভিত্তি হইল বাইবেল যাহাতে তাঁহাকে ‘খোদার পুত্র’ বলা হইয়াছে। কিন্তু বাইবেলে অন্যান্য লোককেও ‘খোদার পুত্র’ রূপে সম্বোধন করা হইয়াছে। সুতরাং এই বিষয়ে ঈসা (আঃ) কোন বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী নহেন। যদি অন্যান্য আদম সন্তানকে ‘খোদার পুত্র’ বলার পরও খোদার পুত্র না হইয়া থাকেন তাহা হইলে ঈসা (আঃ) কোন যুক্তি বলে খোদার পুত্র হইবেন? অন্যান্যদের সম্বন্ধে বাইবেলের লুক-২০ঃ৩৬ যিরমিয়-৩১ঃ৯, মথি-৬ঃ৯, যোহন-৮ঃ৪১ এবং ইফিষীয়- ৪ঃ৬ দ্রষ্টব্য। এমতাবস্থায় যাহাদিগকে একইভাবে সম্বোধন করা হইয়াছে তাহাদের মোকাবেলায় তিনি আর খোদার পুত্র থাকেন না।