১৭৬৭

ঈসা (আঃ)-এর বৈশিষ্ট্যসূচক নাম ‘ইবনে মরিয়ম’। ইহার দ্বারা একদিকে পিতাবিহীন জন্মের ইঙ্গিত প্রতিভাত, অপরপক্ষে ইহা তাঁহাকে এমন এক নাম প্রদান করিয়াছে যাহা অন্য কাহারো নামের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করিতে অক্ষম। বাইবেল ঈসা (আঃ)-এর ‘ইবনে আদম’ অর্থাৎ ‘মনুষ্য পুত্র’ বিশেষণও ব্যবহার করিয়াছে, কিন্তু এই শেষোক্ত বিশেষণ বা গুণবাচক উক্তি অন্য লোকের জন্যও ব্যবহার করা হইয়াছে। ‘ইবনে মরিয়ম’ বা মরিয়মের পুত্র সরাসরি ঈসা (আঃ)-এর পার্থক্যসূচক এবং বর্ণনামূলক এক নাম।