‘তখন সে তাহার দিকে ইশারা করিল’ এই উক্তির মর্ম হইল যে, হযরত মরিয়ম জানিতেন যে, যদি ইহুদীদের বয়োজ্যেষ্ঠরা তাহার নিকট প্রশ্ন রাখে তবে ঈসা (আঃ) কি উত্তর দিবেন। এই কথাগুলির অর্থ ইহাও হইতে পারে যে, মরিয়ম জানিতেন যে, তিনি যদি নিজেকে নির্দোষ ঘোষণা করেন তবে কেহ তাঁহাকে বিশ্বাস করিবে না। তাঁহার নির্দোষিতার একমাত্র প্রমাণ তাঁহার পুত্র। মরিয়ম বুঝাইতে চাহিয়া ছিলেন যে, এমন পবিত্র ও সাধু সন্তান, যাহাকে আল্লাহ্তা’লা এইরূপ মহৎ গুণাবলীর দ্বারা ভূষিত করিয়াছিলেন, অসৎ বা অবৈধ সংযোগের ফল হইতে পারে না এবং তাঁহার ধর্মপরায়ণতা ও সদগুণসমূহ স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই মরিয়মের নির্দোষ হওয়ার যথেষ্ট সত্যতা প্রতিপাদন করে। সেই জন্যই তিনি ঈসা (আঃ)-কে দেখাইয়া দিয়াছিলেন।