১৭৬০

অযথা কথা বলা হইতে বিরত থাকার আদেশের অর্থ ছিল এক দিকে তাঁহার দৈহিক শক্তি অক্ষুন্ন রাখা, অপরপক্ষে বেশী সময় আল্লাহ্‌তা’লার স্মরণে নিজেকে একান্তভাবে নিয়োজিত রাখার সুযোগ দেওয়া।