সাইরাস নিশ্চয় ইলহাম যোগে সংবাদ পাইয়াছিলেন যে, সুদূর ভবিষ্যতে ইয়া’জুজ-মা’জুজ দক্ষিণ-পূর্বে বিস্তার লাভ করিবে এবং তখন এই প্রাচীর তাহাদের অগ্রগতিকে প্রতিরোধ করিতে সক্ষম হইবে না। ‘তিনি উহাকে চুর্ণ বিচূর্ণ করিয়া দিবেন’ কথার তাৎপর্য ইহাই হইতে পারে। ২১ঃ৯৭ আয়াতে বলা হইয়াছে যে, ইয়া’জুজ-মা’জুজ সমগ্র পৃথিবীতে তাহাদের থাবা বিস্তার করিবে। রূপক অর্থে ‘প্রাচীর চূর্ণ বিচূর্ণ হওয়া’ ইসলাম ধর্মে বিশেষভাবে ইউরোপের তুর্কী জাতির রাজনৈতিক ক্ষমতার পতন বা অবক্ষয় বুঝাইতে পারে। তুরস্কের ক্ষমতার দুর্বলতার সাথে সাথে ইউরোপের খৃষ্টান জাতিসমূহের প্রাচ্য বিজয় সহজ করিয়া দিয়াছিল।