১৭২৭

এই সমস্ত অঞ্চলের লোকেরা সাইরাসের ভাষা হইতে ভিন্ন ভাষায় কথা বলিত, কিন্তু পারস্যের নিকটবর্তী প্রতিবেশী হওয়ায় এবং পারস্য ও মিদীয়ার অধিবাসীগণের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাহারা তাহাদের ভাষা বুঝিতে ও বলিতে পারিত, যদিও যথেষ্ট অসুবিধা ও ভুল ভ্রান্তি হইত। যে এলাকায় দেওয়াল নির্মাণ করা হইয়াছিল উহা পারস্যের পার্শ্ববর্তী অঞ্চল এবং পরবর্তীকালে পারস্য ভূখণ্ডের অংশে পরিণত হইয়াছিল। বর্তমানে অবশ্য ইহা রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত। যুলকারনায়েন সম্পর্কে বিস্তারিত জানার জন্য ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী পৃষ্ঠা ১৫৩১-১৫৪০ দেখুন।