১৭২৪

এই আয়াত সাইরাসের পূর্বদিকে আফগানিস্তান এবং বেলুচিস্তানের দিকে অভিযানের প্রতিই ইশারা করিতেছে— এই এলাকা বৃক্ষহীন অনুর্বর। এখানে সূর্যের তাপ প্রচণ্ডভাবে আঘাত হানে। ইহা এইরূপ জনগোষ্ঠির প্রতিও প্রয়োগ হইতে পারে যাহারা সমতল প্রান্তরের অধিবাসী ছিল, যাহা শত শত মাইল ব্যাপী সিস্তান এবং হেরাতের পূর্বদিকে এবং দুজদবের উত্তরে মোশেদ পর্যন্ত বিস্তৃত ছিল।