১৭১৩-ক

কাশফী ভাষায় যুবক বা তরুণের অর্থ হইতেছে—অজ্ঞতা, শক্তি এবং পশুবৃত্তির তাড়না বা আকস্মিক উত্তেজনা। মূসা(আঃ) কর্তৃক কাশ্‌ফে দেখা কিশোর বালককে ধার্মিক আল্লাহ্‌র বান্দা কর্তৃক হত্যার ব্যাখ্যা হইল— ইসলাম ধর্ম ইহার অনুসারীদিগকে যৌন বাসনা এবং কুপ্রবৃত্তিগুলির প্রকৃত সংযম এবং হত্যা করার প্রয়োজনীয়তা শিক্ষা দিবে।