১৭০৭

‘সাখরাহ্‌’ অর্থ পাথর। কাশ্‌ফ এবং স্বপ্নের ভাষায় ইহার অর্থ অধর্ম এবং পাপময় জীবন। অতএব ‘যখন আমরা সেই পাথরের উপর বিশ্রাম করিবার জন্য অবস্থান করিয়াছিলাম’ এই কথাটির মর্ম হইল, যখন দুই সমুদ্র মিলিত হইবে, অর্থাৎ যখন হযরত মূসা (আঃ)-এর শরীয়াত শেষ প্রান্তে পৌঁছবে এবং এক নূতন নবী এবং নূতন শরীয়াত প্রকাশিত হইবে, ইহুদী ও খৃষ্টানজাতি তখন অপরাধবৃত্তি ও পাপাচারে নিমগ্ন থাকিবে। এবং উহা আশ্চর্যজনকভাবে সমুদ্রে পথ ধরিল এই বাচনভঙ্গী প্রকাশ করিতেছে যে, প্রকৃত সাধুতা এবং খোদাতা’লার ইবাদত ইহাদের নিকট হইতে বিস্বয়কর ভাবে বিদায় নিবে।