১৭০৩

একগুয়েভাবে যুক্তিকে অগ্রাহ্য করতঃ আল্লাহ্‌প্রদত্ত শক্তি ব্যবহার না করার ফলে অবিশ্বাসীগণের সদগুণবিশিষ্ট শক্তিগুলি মরিচা ধরিয়া ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হয় এবং অপরাধবৃত্তি ও পাপাচারের মধ্যেই তাহারা নাকানি-চুবানি খাইতে থাকে।