১৬৯৯

এই আয়াতের মর্মার্থ ইহা হইতে পারে যে, সেই সময় পৃথিবীতে নূতন সমাজ ব্যবস্থার কথা লোক মুখে চলিতে থাকিবে যাহা পৃথিবীতে স্থায়ী শান্তির যুগ সমন্বয়ের আগমন বার্তা ঘোষণা করিবে এবং রাজনৈতিক ও সামাজিক চিন্তার তথাকথিত নেতৃবৃন্দ উহা প্রতিষ্ঠা করার দাবীদার বনিয়া যাইবে। কিন্তু তাহাদের কেহই এই প্রচেষ্টাতে সফলকাম হইতে পারিবে না। কারণ আল্লাহ্‌তা’লা স্বয়ং নিজের জন্য এই মহোত্তম কাজের পরোমৎকর্ষতা সংরক্ষিত রাখিয়াছেন।