১৬৯৩

‘আকাশ হইতে’ শব্দ এই মর্ম ব্যক্ত করে যে, পাশ্চাত্যের খৃষ্টান জাতিগুলির সামরিক শক্তির বিরুদ্ধে বাধা দেওয়া বা সক্রিয়ভাবে মোকাবিলা করা কোন জাগতিক শক্তির পক্ষেই সম্ভব হইবে না। আল্লাহ্‌তা’লা স্বয়ং এমন পরিস্থিতি সৃষ্টি করিবেন যাহা তাহাদের ধ্বংস ডাকিয়া আনিবে। ইহাই সেই ইয়া’জুজ ও মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ)-এর দুর্দম ও দুর্নিবার শক্তি যাহা খৃষ্টধর্মের পার্থিব গৌরব প্রকাশ করে, যাহার সম্পর্কে মহানবী (সাঃ)-এর হাদীসে বর্ণিত আছে যে, কোন শক্তি তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে পারিবে না (মুসলিম,বাবুদ্দাজ্জাল)।