১৬৮৭-ক

‘তিনি কত উত্তম দেখেন এবং কত উত্তম শোনেন!’ এই শব্দগুলির মর্মার্থ—কত তীক্ষ তাঁহার (আল্লাহ্‌র) দৃষ্টি এবং কত প্রখর শ্রবণ শক্তি অথবা তিনি (আল্লাহ্‌তা’লা) সবকিছু দেখেন এবং সব শোনেন।