এই আয়াতের সম্ভাব্য অর্থ এই যে, মুসলমানগণ তাহাদের অবক্ষয় এবং অধঃপতনের সময়ে প্রকৃত এবং প্রয়োজনীয় কাজ করার উদ্যম হারাইয়া ফেলিবে এবং দিবা-স্বপ্নকে প্রশ্রয় দিবে এবং তাহাদের সকল কাজকর্ম কেবল ভবিষ্যতের কথার মধ্যেই সীমাবদ্ধ রাখিবে এবং নিজেদের ভাগ্যের উন্নতিকল্পে বাস্তব ক্ষেত্রে তাহারা কিছুই করিবে না।