১৬৭০

এই আয়াত ব্যক্ত করিতেছে যে, রসূল করীম (সাঃ)-এর সময়ে গুহা-বাসীগণের সম্বন্ধে বহু কল্পনাপ্রসূত উদ্ভট কাহিনী প্রচলিত ছিল। যাহা হউক তাহাদের সম্পর্কে আসল সত্য ইহাই যে, তাহারা (গুহার অধিবাসী) সচ্চরিত্র তরুণ ছিলেন, তাহারা তাহাদের প্রভুর খাতিরে জীবনের সর্বস্ব বাজি রাখিয়াছিলেন। যুলুম-অত্যাচারের মধ্য দিয়া তাহাদের ঈমান দৃঢ়ভাবে পূর্ণতা প্রাপ্ত হইয়াছিল।