আল্লাহ্তা’লা অসংখ্য গুণসম্পন্ন নামের অধিকারী এবং প্রার্থনা করার সময় একজন প্রার্থনাকারীর উচিৎ সেই বিশেষ গুণবাচক পবিত্র নামে মিনতিপূর্ণ সাহায্যের জন্য আল্লাহ্তা’লাকে আহ্বান করা, যে সিফ্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাপার বিশেষ সম্পর্কযুক্ত, যাহার উদ্দেশ্যে সে ঐশী সাহায্য এবং পথ-নির্দেশ কামনা করে।