১৬৩৬

ডান হাত আশীবাদের প্রতীক এবং বাম হাত শাস্তির প্রতীক। মানবদেহেও ডান দিক বাম দিকের উপরে প্রাধান্য বিস্তার করিয়া চলে, কারণ ডান দিকের গ্রথিত কোষসমূহ বাম দিকের তুলনায় অধিক শক্ত। কাহারো কর্মের খতিয়ান তাহার ডান হাতে দেওয়ার মর্মার্থ হইল উহা শুভ ও আশিসধূর্ণ আমলনামা (কর্ম-লিপি) হইবে। পুনঃ ‘ডান হাত’ শক্তি এবং ক্ষমতাকে বুঝায় (৬৯ঃ৪৬) ‘বিশ্বাসীগণ তাহাদের আমলনামা ডান হাতে ধারণ করিবে’—এই কথার মর্ম এই যে, তাহারা ইহজীবনে পূণ্যকে দৃঢ় সংকল্পের সাথে ধরিয়াছিল। সেই সময়ে অবিশ্বাসীগণ কর্তৃক তাহাদের আমলনামা বাম হাতে ধারণ করার মর্ম হইতেছে যে, তাহারা পূর্বজীবনে যথার্থভাবে অধ্যবসায়ের সাথে নৈতিক উৎকর্ষতা সাধনের প্রচেষ্টা করে নাই।