মো’মেনকে এমন কৃপণ হওয়া উচিৎ নহে যে, প্রকৃত প্রয়োজনের সময়ে সে তাহার অর্থ খরচ করে না বা কোন চিন্তা-ভাবনা না করিয়া অপ্রয়োজনে টাকা-পয়সা অপব্যয় করিয়া উড়াইয়া দেয়, ফলে যখন জাতীয় স্বার্থে অর্থ-সম্পদের প্রয়োজন দেখা দেয় তখন তাহার নিজস্ব অবদান রাখার মত কোন সামর্থ্য থাকে না। ইহাতে তাহাকে মনোকষ্ট পাইতে হয়।