১৬১০

যে ব্যক্তি আল্লাহ্‌ প্রদত্ত দানের সদ্ব্যবহার করে না সে আল্লাহ্‌তা’লার নিকট অকৃতজ্ঞতার অপরাধে অপরাধী এবং যে ব্যক্তি নিজের অর্থ সম্পদের অপব্যয় করে সে প্রকৃত পক্ষে তাহার উপরে সদ্বব্যবহারের জন্য অর্পিত কর্তব্য এড়াইয়া চলার পন্থা গ্রহণ করে।