ঐশী সাহায্য দুই প্রকার হইয়া থাকেঃ (১) সাধারণ সাহায্য যাহার ফলে মুসলমান, খৃষ্টান, ইহুদী, হিন্দু ইত্যাদি সকল মানুষের সর্বপ্রকার। সুকর্মের প্রচেষ্টা নিজ নিজ কর্মের পরিধি ও প্রসার অনুযায়ী ফল লাভ করিবে, (২) আল্লাহ্তা’লার বিশেষ অনুগ্রহ এবং বিপদে সাহায্য। যাহা আধ্যাত্মিক অবস্থার সঙ্গে সীমাবদ্ধ এবং কেবলমাত্র আল্লাহ্র প্রকৃত বান্দাকেই উহা দান করা হইয়া থাকে, অবিশ্বাসীদিগকে নহে।