‘জাহালাহ্’ অর্থ জ্ঞানের অভাব এবং আধ্যাত্মিক উপলদ্ধির অভাব— উভয় প্রকার অজ্ঞতা প্রকাশক। এখানে ইহা দ্বিতীয় ভাবার্থে ব্যবহৃত হইয়াছে, কারণ কোন ব্যক্তিকে শাস্তি দেওয়ার কোন অর্থই বহন করে না যদি সেই ব্যক্তি আদেশ সম্বন্ধে জ্ঞানই না রাখে, যাহা পালন না করার অপরাধে সে শাস্তি পায়।