১৫৪২

মুত্তাকীগণের আকাঙ্খা যেহেতু আল্লাহ্‌তা’লার পবিত্র ইচ্ছার সহিত সামঞ্জস্যপূর্ণ ও অভিন্ন সেহেতু তাহারা কেবল সেই সকল জিনিসের আকাঙ্খাই করিবে যেগুলি আল্লাহ্‌র ইচ্ছা অনুযায়ী হইবে।