অবিশ্বাসীরা আপত্তি করিয়া বলিবে যে, তাহারা যাহা কিছু করিয়াছিল উহা নির্দোষ মনে সদুদ্দেশ্য প্রনোদিত হইয়াই করিয়াছিল, এবং তাহারা তাহাদের মিথ্যা উপাস্যগুলির পূজা করিয়াছিল শুধু ঐশী গুণাবলীর প্রতি একনিষ্ঠ হওয়ার জন্য সাহায্যকারীরূপে। এই আয়াত কাফেরদিগের ভ্রান্তিপূর্ণ দৃষ্টিভংগীকে মিথ্যা প্রতিপন্ন করিতেছে।