১৫৩৪

আল্লাহ্‌তা’লার সৃষ্টির অত্যাশ্চর্য বৈশিষ্ট্যপূর্ণ একটা অংশ হইল এই যে, কোন দুইটি বস্তু বা ব্যক্তি হুবহু এক রকম নয়। এই বৈসাদৃশ্য না থাকিলে পৃথিবীতে এক অবর্ণনীয় বিশৃংখলাপূর্ণ সমস্যার উদ্ভব হইত। এক বস্তু বা ব্যক্তি অন্য এক বস্তু বা ব্যক্তি হইতে পৃথক করিয়া চেনা বা জানা সম্ভব হইত না। একইরূপে মানুষের প্রকৃতি ও মেযাজের মধ্যে বিভিন্নতা বা বৈসাদৃশ্য রহিয়াছে। ইহা মানবীয় শক্তির ঊর্ধ্বে যে, সে তাহার শিক্ষার জন্য এমন কোন পদ্ধতি বা পরিকল্পনা করিতে পারে যাহা সকল প্রকৃতি বা স্বভাবের জন্য সমভাবে উপযোগী বা প্রযোজ্য। এইরূপ পার্থক্য বা বিভিন্নতা যাহা প্রকৃতির মধ্যে বিদ্যমান রহিয়াছে সে সম্বন্ধে কোন মানুষেরই পূর্ণ জ্ঞান নাই। একমাত্র আল্লাহ্‌তা’লাই এসকল প্রভেদ ও বৈসাদৃশ্য সম্বন্ধে জ্ঞান রাখেন এবং এই কারণেই তিনিই কেবলমাত্র প্রয়োজনীয় শিক্ষা দিতে পারেন যাহা সকলের জন্য সমভাবে উপযোগী এবং উপকারী।