উদ্ভিদ ও গুল্মাদি গজাইবার উৎপাদিকা শক্তি মাটিতে সুপ্ত থাকিতে পারে, কিন্তু বৃষ্টির পানি না পাইলে সেই শক্তি ক্রিয়াশীল হয় না। একইভাবে মানুষ অতি উত্তম সহজাত বা স্বাভাবিক কার্যক্ষমতা বা মনোবৃত্তির অধিকারী হইলেও সে পবিত্র ওহী ইলহামের সাহায্য ব্যতিরেকে ঐ সকল গুণাবলীকে উন্নত স্তরে নিয়া যাইতে পারে না। মানুষের আধ্যাত্মিক উন্নতি কেবলমাত্র তাহার বুদ্ধিমত্তার উপরই নির্ভরশীল—এই কথা বলা, আর পানি ছাড়াই মাটি হইতে গাছ-গাছড়ার উৎপাদন হইতে পারে বলা, একই কথা।